বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নারী ও শিশুসহ ২৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫ইং) সকালে বান্দরবানের লামা-চকরিয়া সড়কের লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য লামা স্বাস্থ্য কমপ্লেক্স ও চকরিয়া হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন: ফজল আহাম্মদ (৪৩), বাসচালক লিটন দাস (৪৩), হেলাল উদ্দিন (৩৫), বাসের হেলপার মো. আমজাদ (৩৩), নিজামুদ্দিন (৫৮), ফাহাদ (৩৮), তারিন (৭), শাহজাদা (৩২), নাজাত সিদ্দিকা (২৪)সহ মোট ২৫ জন।
জানাযায়, পর্যটকবাহী বাসটি চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া এলাকা থেকে বান্দরবানের লামায় যাচ্ছিল। পরে বাসটি লামা উপজেলার মিরিঞ্জা এলাকায় পৌঁছালে পাহাড়ি ঢালু রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়, যার ফলে ২৫ পর্যটক আহত হন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন জানান, ঘটনার পর পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে এক শিশু আশঙ্কা জনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।