আলীকদম উপজেলাঃ
বান্দরবানের আলীকদম উপজেলায় আলহাজ্ব খুইল্যা মিয়া ফাউন্ডেশন উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরেও অসহায় দুঃস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৮মার্চ (শুক্রবার) আলহাজ্ব খুইল্যা মিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান, আলীকদম উপজেলা বিএনপি যুগ্ম -আহ্বায়ক জনাব ইউনুস মিয়া তার নিজ বাসভবনে অসহায় দুঃস্থ ও গরিব মানুষের মাঝে নিজেই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
আজ একশতের বেশি গরীব অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। আগামীকাল ও পরশুও বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে আলহাজ্ব খুইল্যা মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাযায়।
আলীকদম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আলহাজ্ব খুইল্ল্যা মিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব ইউনুস মিয়া ভাই জানান, রমজান মানেই ইবাদত, সংযম এবং আত্মশুদ্ধির মাস। এই মাসে ধনী-গরিব সবাই মিলে একসঙ্গে ইফতার করে, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। তবে সমাজের কিছু অসহায়, দুঃস্থ মানুষ রয়েছে, যারা অর্থাভাবে পর্যাপ্ত খাবার ও ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। ঠিক সেই জায়গা থেকে আলহাজ্ব খইল্যা মিয়া ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেন।
উপহার পেয়ে অনেক বলেন, আলহাজ্ব খইল্যা মিয়া ফাউন্ডেশন পক্ষে থেকে আমরা প্রতি বছরে সাহায্য সহায়তা পেয়ে থাকি। যেকোন সময়ে বিপদে আপদে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমরা ইউনুস মিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি যাতে, আমাদের মতন শত মানুষের মুখে হাসি ফোটাতে পারেন। আল্লাহ ওনার দীর্ঘ নেক হায়াত দান করুন।