বান্দরবানের সিএমবি কলোনীর স্টাফ কোয়াটারে অগ্নিকান্ডে ৬টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার (২৪ মার্চ) রাত ৯ টার সময় শহরের সিএমবি কলোনীর স্টাফ কোয়াটারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে সেবিষয়ে এখনো কিছু জানা যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় রাত ৯ টার সময় হঠাৎ করে সিএমবি কলোনীতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সুত্র কিভাবে হয়েছে সেবিষয়ে কিছু নিশ্চিত হওয়া যায়নি। আগুনে ৬ টি আধা পাকা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি তবে ধারনা করা হচ্ছে অর্ধ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হতে পারে।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া মাত্র আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুনের সুত্রপাত জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। ৬টি বসতঘর পুড়ে গেছে, ক্ষয়ক্ষতির তালিকা করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার একই এলাকাতে অগ্নিকান্ডের ৪ টিকে বসত ঘর পুড়ে যায়, ২০ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল ।